বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
The Daily Post

নরসিংদীতে ছাত্রলীগের ১০ নেতা গ্রেপ্তার 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ছাত্রলীগের ১০ নেতা গ্রেপ্তার 

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। সোমবার (৩রা ফেব্রুয়ারি) ভোরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নরসিংদী মডেল থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় একটি হাইএক্স থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, নরসিংদী জেলার শিবপুর উপজেলার আশরাফপুর গির্জাপাড়া গ্রামের শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাজায়েল ভুঁইয়া রয়েল, পলাশ উপজেলার ছোট তারগাও গ্রামের  জিনারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আকন্দ, একই উপজেলার সেকান্দরদি গ্রামের পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, গড়পাড়া গ্রামের পলাশ শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান,  কালীচর গ্রামের পলাশ ছাত্রলীগের সদস্য মো. রাজু মিয়া, শিবপুর উপজেলার গির্জাপাড়ার শিবপুর ছাত্রলীগের সদস্য ফরহাদ আফরাদ, মনোহরদী পৌরসভার চন্দনবাড়ি গ্রামের মনোহরদী ছাত্রলীগের সদস্য জাহিদ মোল্লা, মাধবদীর পাঁচদোনা গ্রামের মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মনির ও পলাশ উপজেলার জয়নগর গ্রামের পলাশ ছাত্রলীগের সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম। গ্রেপ্তারদের মধ্যে মাহবুব হোসেন মনির নরসিংদী মডেল থানার মামলা নং-০৪ (১) ২৫ এফআইয়ারভূক্ত আসামি। 

বাকিরা একই মামলার সন্দেহাতিত আসামি বলে পুলিশ জানিয়েছে। 

নরসিংদী সদর মডেল থানার ওসি মো. এমদাদুল হক জানান, তাদের একটি বিস্ফোরক মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। অতিরিক্ত জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদনসহ নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ